সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ইউপি নির্বাচনে ৫ পৃষ্ঠার মনোনয়ন ফরম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের ৫ পৃষ্ঠার মনোনয়ন ফরম পূরণ করতে হবে। নতুন বিধি-বিধানের কারণে দুই পৃষ্ঠার মনোনয়ন ফরম হয়েছে ৫ পৃষ্ঠা। এ ফরমে বেশকিছু নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা দিতে হবে না। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল এসব তথ্য জানান। বলেন, আগামী মার্চ এবং মে মাসের মধ্যে ইউপি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এবার মনোনয়ন ফরমে কিছু নতুন বিষয় রয়েছে। ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা প্রার্থীদের নির্বাচনে কোন কোন খাতে টাকা খরচ হবে তার বিস্তারিত ব্যয় বিবরণী, কোন উৎস থেকে নির্বাচনী
খরচের যোগান আসবে- সে উৎসের বিবরণী, প্রস্তাবক-সমর্থকের পূর্ণাঙ্গ বিবরণ, নির্বাচনী এজেন্টের বিষয়ে প্রার্থীর হলফনামা- মনোনয়নপত্রের সঙ্গে এসবই সংযুক্ত করতে হবে। একজন প্রার্থীকে অর্থের উৎস সম্পর্কে নিজের আয়ের টাকা না ধারকর্জ, ধারকর্জ হলে ওই ব্যক্তির ঠিকানা, সম্পর্ক, ধার দেয়া ব্যক্তির আয়ের উৎস, দান বা চাঁদা থেকে অর্থ এলে তাও উল্লেখ করতে হবে মনোনয়নপত্রে। প্রার্থীদের মনোনয়ন ফরমে পোস্টারের সংখ্যা, খরচ, নির্বাচনী ক্যাম্পের সংখ্যা, খরচ, প্রার্থী এবং কর্মীদের যাতায়াত খরচ, বৈঠক বা সভা করলে ভেন্যু ভাড়া, লিফলেটের সংখ্যা, প্রেসের নাম, মোট খরচ, হ্যান্ডবিলের সংখ্যা, খরচ, স্টিকারের সংখ্যা, প্রেসের নাম, খরচ, ব্যানার ডিজিটাল ব্যানারের খরচ, মাইকিং পোট্রেট, অফিস আপ্যায়ন, কর্মীপিছু খরচ সব কিছুর আগাম বর্ণনা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া ফরমে বড় ধরনের ত্রুটি থাকলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হতে পারে। এছাড়া, এবার ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট উপস্থিতির ফরম, কার পক্ষে এজেন্ট তার হলফনামা, ফলাফল শিটে ভোটগ্রহণের হার, ব্যালট বাক্সের রেকর্ড ফরম, বৈধ ভোট, অবৈধ ভোট, উপস্থিত-অনুপস্থিত ভোটারের সংখ্যা, ব্যালট পেপারের সিরিয়ালসহ সব তথ্য সংরক্ষণ করার ফরমও তৈরি হচ্ছে। নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়ার ক্ষেত্রে তা মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া সম্ভাব্য ব্যয়ের খাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখা হবে। সূত্র জানায়, এরই মধ্যে এসব ফরম ছাপা শেষ হয়েছে। ইউপি নির্বাচন সামনে রেখে অমোচনীয় কালির কলম, স্টেশনারি মালামালসহ অন্যান্য নির্বাচনী মালামাল এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে।

কোন মন্তব্য নেই: