সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আজ বিদ্যা দেবী সরস্বতী পূজা

বিদ্যাদাত্রী ও জ্ঞানদানের দেবী সরস্বতী পূজা আজ। তাই সর্বত্র এ পূজার আয়োজন এখন তুঙ্গে। রাজধানীর বিভিন্ন মন্দির ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ ও পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয়েছে প্রচুর পূজার মণ্ডপ। জানা গেছে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে কেন্দ্রীয় মণ্ডপ ছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। এছাড়া সারাদেশের
বিভিন্ন স্কুল-কলেজ ছাড়াও ক্লাব, পাড়া, মহলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর যুবক সদস্যরা পূজার মণ্ডপ সাজানোর আয়োজন নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মণ্ডপের কাজ। সকালে ভক্তরা উপবাস রেখে দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে' মাঘ মাসের শুক্লা পঞ্চমীর পুণ্য তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে সরস্বতীকে করবেন আরাধনা। এসব মণ্ডপে পূজা ছাড়াও রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ইত্যাদি।



UNT

কোন মন্তব্য নেই: